৩ জুন, ২০২৪ ০৩:৪২

আমিরাতে নিবন্ধন ছাড়া অনলাইনে কোরআন শেখানো যাবে না

অনলাইন ডেস্ক

আমিরাতে নিবন্ধন ছাড়া অনলাইনে কোরআন শেখানো যাবে না

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স (নিবন্ধন) ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া যাবে না। এই নিয়ম না মানায় একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। 

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস এবং জাকাত অথরিটি নাগরিক ও বাসিন্দাদের জানিয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো প্রতিষ্ঠান তৈরি বা পরিচালনা করা যাবে না।  

সংশ্লিষ্টদের দাবি, লাইসেন্স ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে কোরআন শিক্ষা পরিষেবা চালু থাকলে কিছু বিপদ হতে পারে। যেহেতু তরুণ প্রজন্মের সুরক্ষায় ধর্মীয় শিক্ষার যথার্থতা এবং উপযুক্ততা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তাদের মতে এতে পবিত্র গ্রন্থের ভুল ব্যাখ্যাসহ ইসলামের শিক্ষা ও নীতি সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।

দেশটিতে লাইসেন্স ছাড়া কোরআন শেখালে কমপক্ষে দুই মাসের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহামের বেশি জরিমানার হতে পারে। আবার উভয় দণ্ডও হতে পারে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর