৭ জুন, ২০২৪ ০৮:৪৯

ঈদুল আজহা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক

ঈদুল আজহা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে আজ মাগরিবের নামাজের পর বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
 
শুক্রবার (৭ জুন) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।  

আজ চাঁদ দেখা গেলে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)। যদি আজ চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। জিলহজ মাস শুরু হবে রবিবার (৯ জুন), সেক্ষেত্রে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৮ জুন (মঙ্গলবার)।

সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৬ জুন (রবিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর