১৪ জুন, ২০২৪ ১৮:০০

জুমার নামাজে পবিত্র কাবায় মুসল্লিদের ভিড়

অনলাইন ডেস্ক

জুমার নামাজে পবিত্র কাবায় মুসল্লিদের ভিড়

আজ শুক্রবার জুমার নামাজে পবিত্র কাবায় ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড়। হজ করতে পবিত্র মক্কা নগরীতে হাজির হওয়া মুসল্লিদের প্রার্থনা ধ্বনিতে মুখর হয়ে ওঠে কাবা প্রাঙ্গণ।

আজ থেকেই শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। খবর আরব নিউজ। 

এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে। এছাড়াও সৌদি আরবে অবস্থান করা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে আরও পাঁচ লাখ মানুষ এবারের হজে অংশ নেবেন। সবমিলিয়ে মোট হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সৌদি আরবের হজ ও ওমরাহ কর্তৃপক্ষের।

রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ার এবার গাজার বাসিন্দারা পবিত্র হজে অংশগ্রহণ করতে পারেননি। 

মক্কার গ্র্যান্ড মসজিদে জুমার নামাজে অংশ নেয়া ভারতীয় হজযাত্রী মোহাম্মদ রফিক বলেছেন, ‌‘আমরা নিজের দেশ ও দেশের মুসলমানদের জন্য দোয়া করেছি। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। বিশেষ করে আমরা ফরিয়াদ করেছি ফিলিস্তিনের মুসলিমদের জন্য।’

এবার হজ করতে যেতে না পারা গাজার ৭৫ বছর বয়সী নারী আমনা আবু মুতলাক বলেছেন, ‘ক্রসিং বন্ধ থাকার কারণে আমরা হজ করা থেকে বঞ্চিত হলাম।’ ‘তারা (ইসরায়েল) আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে।’  

এবার এক দশক পর সরাসরি ফ্লাইটে এসে হজ করার সুযোগ পেয়েছেন সিরিয়ার বাসিন্দারাও। দীর্ঘদিন পর দামেস্ক-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর