২১ জুন, ২০২৪ ১২:২৪

তীব্র গরমে এক হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

তীব্র গরমে এক হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু

এবারের হজে সৌদি আরবে এক হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গরমের কারণে মারা যাওয়া হাজিদের অধিকাংশই অনিবন্ধিত।

বৃহস্পতিবার জানা যায়, মৃত এক হাজারের বেশি হজযাত্রীর মধ্যে অর্ধেকই অনিবন্ধিত। এই দিন নতুন করে মারা যাওয়াদের মধ্যে ৫৮ জন মিশরের নাগরিক। হজ করতে এসে মারা যাওয়া ৬৫৮ মিশরীয় হজযাত্রীর মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত।

এ পর্যন্ত প্রায় ১০টি দেশের ১০৮১ জন হজযাত্রীর মারা গেছে।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র চলতি সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছিল।

গত মাসে প্রকাশিত সৌদি আরবের এক গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ বছরে এ অঞ্চলের তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে।

খরচ কমাতে প্রতি বছর হাজার হাজার হজযাত্রী নিবন্ধন ছাড়াই হজ করার চেষ্টা করেন। অনিবন্ধিত হজযাত্রীরাই বেশি তীব্র গরমে অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকে। সৌদি সরকারের অনুমোদনের বাইরে থাকা হজযাত্রীরা সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত স্থানগুলোতে প্রবেশ করতে পারে না।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর