২৫ জুন, ২০২৪ ০৮:৪০

মহান আল্লাহ যাদের ভালোবাসেন

হুমায়ুন কবির মুহিউদ্দিন

মহান আল্লাহ যাদের ভালোবাসেন

মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া-পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। 

মুমিন বান্দার এমন কিছু গুণ আছে, যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়।

এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন—
১. পবিত্রতা অর্জনকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে , ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

২. তাওবাকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে , ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

৩. অনুগ্রহকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের  ভালোবাসেন।’ (সুর : মায়িদা, আয়াত : ১৩)

৪. ধৈর্যশীল : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)

৫. আল্লাহভীরু : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহভীরুদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)

৬. আল্লাহর ওপর ভরসাকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

৭. ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।’ (সুরা : হুজুরাত, আয়াত : ৯)
 
আল্লাহ তাআলা আমাদের তাঁর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর