আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের অনুমতি পেতে আবাসিক কর্মীদের কাছ থেকে ইলেকট্রনিক আবেদন গ্রহণ শুরু করেছে পাসপোর্ট অধিদফতর।
প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম-আবশার ও মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। ফলে পাসপোর্ট অফিসে যাওয়ার কোনও প্রয়োজন হবে না। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্লাটফর্ম আবশারের মাধ্যমে আবেদনকারী আভ্যন্তরীণ গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তিবর্গ, প্রিমিয়াম আবাসিক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরা, বিনিয়োগকারীরা, নাগরিকদের মায়েরা এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের অনুমোদন ইস্যু করা হচ্ছে। মুকিম পোর্টালের মাধ্যমে মক্কাভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তি, মৌসুমি ওয়ার্ক ভিসাধারী ব্যক্তিরা ও হজের মওসুমে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি আছে এমন ব্যক্তিদের অনুমতিপত্র দেওয়া হয়। ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে।
অনুমতিপত্র ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এমন চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাসস্থানে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র স্থাপনাগুলোতে ওয়ার্ক পারমিট আছে এমন বাসিন্দারা এর আওতার বাইরে থাকবেন। মক্কা থেকে আবাসিক আইডি কার্ড ইস্যু করা হয়েছে এমন ব্যক্তি এবং যাদের বৈধ হজের অনুমতি আছে, তারা এর বাইরে থাকবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না । ওই দিন থেকে ১০ জুন পর্যন্ত নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং অন্য ভিসাধারীদের জন্য নুসুক প্লাটফর্ম ব্যবহার করে ওমরাহ অনুমোদন ইস্যু স্থগিত থাকবে। সূত্র: আরব নিউজ, গালফ নিউজ
বিডি প্রতিদিন/একেএ