২৪ অক্টোবর, ২০১৯ ১৮:৪২

নন-ক্যাডারে ৭৮৭ জনকে নিয়োগের সুপারিশ

অনলাইন ডেস্ক

নন-ক্যাডারে ৭৮৭ জনকে নিয়োগের সুপারিশ

৩৭তম বিসিএস থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৭৮৭ জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট bpsc.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।

ফলাফলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮ জন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭ জন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮ জন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ মোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭টি পদের জন্য সুপারিশ করা হয়।

৩৭তম বিসিএস থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২ হাজার ২৬২ জন প্রার্থীর মধ্য থেকে এ পর্যন্ত প্রথম শ্রেণির (৯ম গ্রেড) নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) নন-ক্যাডার পদে ৭৮৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর