২২ জুলাই, ২০২১ ১৬:০০

১৬ আগস্ট পশ্চিমবঙ্গে পালিত হবে ‘খেলা হবে’ দিবস

অনলাইন ডেস্ক

 ১৬ আগস্ট পশ্চিমবঙ্গে পালিত হবে ‘খেলা হবে’ দিবস

ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ স্লোগান আগেই সরকারি কর্মসূচিতে জায়গা পেয়েছে। গতকাল বুধবার রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন, ১৬ আগস্ট রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালিত হবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচিকে বৃহত্তর অংশে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। ওই দিন বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ফুটবল বিলি করা হবে বলেও এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে মমতার এই ঘোষণার সমালোচনা করে রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত টুইট করেছেন, ‘‘১৯৪৬ সালের ১৬ আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু করে। আজকের পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ বিরোধীদের উপরে সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে।’’

জবাবে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘স্বপনবাবুর সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই বলে উনি জানেন না ১৬ আগস্ট ক্রীড়াপ্রেমী দিবস। তবে তার কোনও সরকারি স্বীকৃতি এত দিন ছিল না। মুখ্যমন্ত্রী সেটা দিলেন। বিকৃতমনস্ক হলে সব বিষয়কেই হিন্দু-মুসলমান দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর