৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫০

পশ্চিমবঙ্গে ১৫ দিন বাজবে লতার গান, অর্ধ দিবস ছুটি ঘোষণা মমতার

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে ১৫ দিন বাজবে লতার গান, অর্ধ দিবস ছুটি ঘোষণা মমতার

লতা মঙ্গেশকর

সদ্য প্রয়াত লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজারের।

আজ রবিবার স্থানীয় সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য মানুষ।

ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, লিজিয়ন অফ অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ অজস্র পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের প্রয়াণে ভারতে আজ রবিবার থেকে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুই দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। 

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে লতার প্রভুকুঞ্জের বাড়িতে রাখা হয়েছে মরদেহ। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর