৩১ জুলাই, ২০২২ ১৩:৩৯

গাড়িভর্তি রুপি নিয়ে ধরা পড়া তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

অনলাইন ডেস্ক

গাড়িভর্তি রুপি নিয়ে ধরা পড়া তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

কারেন্সি কাউন্টিং মেশিন দিয়ে গভীর রাত পর্যন্ত গণনা চলে। তাতে প্রায় ৪৯ লাখ রুপি পাওয়া গেছে বলে খবর

প্রায় ৪৯ লাখ রুপি নিয়ে হাওড়ায় আটক হওয়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করেছে দল। আজ রবিবার ইরফান আনসারি, রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারি নামের এই তিন বিধায়কের শাস্তি ঘোষণা করেছে কংগ্রেস। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার রাতে হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল রুপি। ওই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। 

কোথা থেকে এত নগদ পেলেন তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। এর মধ্যে টাকা গোনার জন্য আনা হয় কারেন্সি কাউন্টিং মেশিন। গভীর রাত পর্যন্ত গণনা চলে। তাতে প্রায় ৪৯ লাখ রুপি পাওয়া গেছে বলে খবর।

এ বিষয়ে তাদের রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও সিআইডির তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে তিন বিধায়ক জানান, বড়বাজারে আদিবাসীদের জন্য শাড়ি কিনতে এসেছিলেন তারা।

বিধায়করা শাড়ি কিনতে আসার কথা দাবি করলেও এত নগদ রুপি তাদের গাড়িতে কেন, এর সদুত্তর মেলেনি। কারণ, গাড়ি যখন আটক হয়েছিল তখন সেটি কলকাতা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। এদিকে গাড়ি থেকে কোনো শাড়ি উদ্ধার হয়েছে কি না, তা জানা যায়নি।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর