বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের উদ্যোগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ৪ দিনের চিত্র শিল্প প্রদর্শনী। নাম ‘গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল’। ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, জাপান, গ্রিস, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ফ্রান্স, লিবিয়া, মন্টেনিগ্রো, জার্মানি-এই ১২ দেশের ৬৪টি চিত্র শিল্প ও ৪টি ভাস্কর্য নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী।
বাছাই করা অনবদ্য শিল্পকলা নিয়ে সোমবার এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস। এসময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী গনেশ হালুই, জনক ঝঙ্কার নার্জারি, কে এম এ কায়ুম, নাসিমা মাসুদ রুবি প্রমুখ। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই প্রদর্শনী।
অনুষ্ঠানে আন্দালিব ইলিয়াস বলেন, শান্তিনিকেতনে এই প্রদর্শনীতে এসে আমি আপ্লুত। এখানে এসে যে বিষয়টি অনুধাবন করলাম, সেটি হলো শান্তিনিকেতন সকলের, চিত্র সকলের, শিল্প সকলের।তার অভিমত, শান্তিনিকেতনের সূত্র ধরে দুই বাংলার শিল্প সংস্কৃতি আরও নিবিড় হবে। কারণ শান্তিনিকেতন ও বিশ্বভারতীর সঙ্গে বাংলাদেশের অসামান্য সম্পর্ক রয়েছে, এখানেই বাংলাদেশ ভবন আছে। যেটা দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। সেটাই প্রমাণ করে যে দু’দেশের মধ্যে একটি আত্মিক সম্পর্ক রয়েছে।
বাংলাদেশের প্রখ্যাত চিত্রকর কে এম এ কায়ুম বলেন, ‘শিল্পীর কোনো কাঁটাতারের সীমানা হয় না। রবীন্দ্র ভূমিতে প্রদর্শনী করতে পেরে সৌভাগ্য মনে করছি।’
বিডি প্রতিদিন/এমআই