পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও ভারতসহ ১২ দেশের চিত্রশিল্পীদের শিল্পকর্ম নিয়ে ‘গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল ইন্ডিয়া ২০২৩’ শুরু হয়েছে। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের আয়োজনে পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম উৎসবে ১২ দেশের ৬৫ জন শিল্পীর ১০৪টি চিত্রকর্ম ও ১২টি ভাস্কর্য স্থান পেয়েছে।
বাকি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, ফ্রান্স, গ্রিস, জাপান, থাইল্যান্ড, লাটভিয়া, নাইজেরিয়া ও মন্টেনেগোর শিল্পীদের চিত্রকর্ম রয়েছে। সোমবার সকালে কলাভবনের ‘নন্দন চিত্রশালা’ মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে শিল্পকর্ম উৎসবের উদ্বোধন করেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার আন্দালিব ইলিয়াস। অনুষ্ঠানে দুই বাংলার শিল্পী, বিশ্বভারতী শিক্ষার্থী ও শিল্পানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সভাপতি শিল্পী সাইফুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলাভবনের সাবেক অধ্যক্ষ শিল্পী ড. ঝংকার নার্জারী, বাংলাদেশের শিল্পী কে এম এ কাইয়ুম, শিল্পী নাসিমা মাসুদ রুবি।বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের উপদেষ্টা সৈয়দ আশরাফুজ্জামান, মোহাম্মদ আক্তার হোসেন, আর্টিস্ট গ্রুপের ভারত প্রতিনিধি সন্দ্বীপ ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পী মোহাম্মদ রফিক, শামিমা আক্তার, জেসমিন আক্তার, মোজাহিদুল ইসলাম, অনিন্দ্য, ভারতীয় শিল্পী সন্দ্বীপ ভট্টাচার্য, সোমা মাঝি, অর্পিতা কর, সন্তু সরকার, জয়িতা সাহা, জয়দ্বীপ ভট্টাচার্য, জয়া বরো, সুশোভন অধিকারী, দিপিকা সাহা, তন্দ্রা ভদ্র, মনিকা দেবী, অনিতা ভট্টাচার্য, স্বপন পাল ও অদিতি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশের হাইকমিশনার। প্রদর্শনী আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই