১৬ জানুয়ারি, ২০২৩ ১৮:৩০

মমতার নবান্নে হঠাৎ সৌরভ গাঙ্গুলী, নানা জল্পনা

অনলাইন ডেস্ক

মমতার নবান্নে হঠাৎ সৌরভ গাঙ্গুলী, নানা জল্পনা

মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হঠাৎ দেখা করতে গেলেন সৌরভ গাঙ্গুলী। মমতা কার্যালয় নবান্নে প্রায় ২০ মিনিট তাদের কথা হয়। তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে, তা এখনো স্পষ্ট নয়।

আজ সোমবার সকালে জেলা সফরে ফিলেন মমতা। মুর্শিদাবাদের জনসভাতেও যোগ দেন তিনি। তারপরই কলকাতায় ফিরে নবান্নে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সাক্ষাৎ করলেন। 

এদিন বিকাল ৪টা নাগাদ নবান্নে পৌঁছান গাঙ্গুলী। ৪টা ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হলো? সাক্ষাতের পর থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

সূত্রের খবর, সৌরভ এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুধু জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন।

তবে অনুমান করা হচ্ছে, রাজ্যে অ্যাকাডেমি তৈরির বিষয়ে জমি নিয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে মুখ্যমন্ত্রীর। কারণ, আগেই সৌরভ এ শহরে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা জানিয়েছিলেন। 

প্রসঙ্গত, গত বছর এপ্রিলে বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীনও নবান্নে মমতার সঙ্গে দেখা করেছিলেন সৌরভ গাঙ্গুলী। রাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির যে প্রস্তাব বিসিসিআই দিয়েছিল, তার জন্য রাজ্য সরকারকে বিকল্প জমি খুঁজে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তবে বর্তমানে তিনি আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নন। 

সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে। সৌরভ কি রাজনীতিতে পা দিতে চলেছেন? সে জল্পনাও নতুন করে উসকে গেলো সোমবার বিকালে। কারণ এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগেও তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা জোড়ালো হয়েছিল। সৌরভের বাড়িতে নৈশভোজে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই প্রশ্ন ওঠে, তবে কি বিজেপিতে নাম লেখাতে চলেছেন সৌরভ? যদিও রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ধোঁয়াশা কাটান খোদ সৌরভই।  

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর