১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:২৬

আমরা এক ছটাক মাটি বিজেপিকে ছাড়ব না : অভিষেক

অনলাইন ডেস্ক

আমরা এক ছটাক মাটি বিজেপিকে ছাড়ব না : অভিষেক

ফাইল ছবি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আমরা এক ছটাক মাটি বিজেপিকে ছাড়ব না।’  সোমবার বিকেলে বিজেপিশসিত ত্রিপুরার বক্সনগরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন তিনি। অভিষেক বলেন, ‘অর্থনীতি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষাসহ সবকিছুতেই পিছিয়ে রয়েছে এই রাজ্য। এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিশাসিত ত্রিপুরার আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিআরবি’ র তথ্যে প্রকাশ, উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস যদি কোনও রাজ্যে হয় সেই রাজ্যটির নাম ত্রিপুরা। এটা আমাদের কাছে লজ্জার!’    

তিনি বলেন, ‘২০১৮ সালে ত্রিপুরার মানুষ বিজেপিকে জিতিয়েছিল। ২০১৯ সালে আপনারা ২ জন এমপিকে জিতিয়েছিলেন। ফলস্বরূপ আপনারা কী পেলেন? রান্নার গ্যাসের দাম চারশো টাকা বেড়ে ১ হাজার একশো টাকা। রান্নার তেল একশো টাকা থেকে বেড়ে দুশো টাকা লিটার হয়েছে, পেট্রোল একশো টাকা লিটার, ডিজেল ৯০ টাকা লিটার। আজকে বাংলায় বিজেপি মুখ থুবড়ে পড়েছিল বলে, ত্রিপুরাসহ গোটা ভারতে বিজেপি পেট্রোল-ডিজেলের দাম কমাতে বাধ্য হয়েছিল। সুতরাং, এটা প্রতিষ্ঠিত বিজেপি যত হেরেছে, মূল্যবৃদ্ধি তত কমেছে।’    

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর