১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:১৭

কাল কঠোর নিরাপত্তায় ত্রিপুরা বিধানসভার নির্বাচন, গণনা ২ মার্চ

কলকাতা প্রতিনিধি

কাল কঠোর নিরাপত্তায় ত্রিপুরা বিধানসভার নির্বাচন, গণনা ২ মার্চ

ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভার নির্বাচন। সকাল সাতটা থেকে রাজ্যটির ৬০ টি বিধানসভার আসনে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা আগামী ২ মার্চ।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ লাখের কিছু বেশি। মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে, এর মধ্যে ২২ জন নারী প্রার্থী। মোট ভোট কেন্দ্র ৩৩৩৭, এরমধ্যে স্পর্শকাতর ১১২৮ আসন।

আসন্ন নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে এই রাজ্যটিতে। একদিকে ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) অন্যদিকে রয়েছে বাম-কংগ্রেস জোট,  তৃণমূল কংগ্রেস। কিছুটা লড়াই দিতে পারে টিপ্রা মোথা পার্টি।

রাজ্যটির ৬০ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৫৫ আসনে প্রার্থী দিয়েছে, বাকি ৫ আসনে প্রার্থী দিয়েছে তাদের শরিক দল আইপিএফটি। সিপিআইএম ৪৩ আসনে, টিপ্রা মোথা ৪২ আসনে,  কংগ্রেস ১৩ আসনে, তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এবং সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক ১ টি করে আসনে প্রার্থী দিয়েছে। ৫৮ আসনে প্রার্থী দিয়েছে স্বতন্ত্র দলের প্রার্থীরা।

এর আগে মঙ্গলবার বিকেল চারটায় নির্বাচনী প্রচারণা শেষ হয়। প্রতিটি দলই ভোটারদের টানতে নিজেদের মতো করে নির্বাচনী প্রচারণা সেরেছে। বিজেপির হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সহ-সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ দলের শীর্ষ নেতারা। তৃণমূলের হয়ে প্রচারণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিরা। সিপিআইমের হয়ে প্রচারণা অংশ নিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মোহাম্মদ সেলিমের মতো শীর্ষ নেতৃত্বরা। তবে কংগ্রেসের হয়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাস মুন্সিরা প্রচারণায় অংশ নিলেও দলের সাংসদ রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে দলের হয়ে এই প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি।

চলতি বছরের ২২ মার্চ ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগেই এই রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি একই দিনে ভোট নেওয়া হবে উত্তর-পূর্ব ভারতের আরো দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে। ত্রিপুরার সাথেই এই তিন রাজ্যে ভোট গণনা আগামী ২ মার্চ।

চলতি বছরে গোটা ভারত জুড়ে আরও মোট ছয় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে- এগুলি হল  কর্ণাটক, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, তেলেঙ্গানা।

আগামী বছর ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই রাজ্য বিধানসভার নির্বাচনগুলিতে যে দল ভালো ফল করবে তারাই দেশটির সাধারণ নির্বাচনেও মনস্তাত্ত্বিক দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর