২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:০৬

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ১০ বাংলাদেশি গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ১০ বাংলাদেশি গ্রেফতার

প্রতীকী ছবি

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার থেকে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে জলঙ্গি থানার ফরাজিপাড়া এলাকা থেকে এই ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

বুধবার অভিযুক্তদের বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের ( judicial custody) নির্দেশ দেন। 

জলঙ্গি থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর বিএসএফ'কে সাথে নিয়ে ফরাজিপাড়ায় অভিযান চালিয়ে ১০ জন অবৈধ অনুপ্রবেশকারি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। 

জলঙ্গি থানার পুলিস কর্মকর্তা সৌম্য দে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজন তিন-চার দিন আগে অনুপ্রবেশ করেছিল। বাকিরা মঙ্গলবার রাতে ভারতে প্রবেশ করে। মূলত দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকের কাজে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। একসঙ্গে ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইন ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর