৯ এপ্রিল, ২০২৩ ২০:৫৩

বাঘ সংরক্ষণের ৫০ বছর, মোদীর জঙ্গল সাফারি

দীপক দেবনাথ, কলকাতা

বাঘ সংরক্ষণের ৫০ বছর, মোদীর জঙ্গল সাফারি

পঞ্চম পর্যায়ে ভারতের বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন কর্নাটকের মহীশূরে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) সম্মেলনের উদ্বোধন করেন মোদী।

সে উপলক্ষেই প্রকাশিত হয় ২০২২ সালের ব্যাঘ্র শুমারি। তাতে দেখা গেছে ২০২২ সাল পর্যন্ত ভারতে মোট বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৬৭ টি। ২০১৮ সালের ব্যাঘ্র শুমারি (যেটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের জুলাই) অনুযায়ী এই সংখ্যা ছিল ২,৯৬৭ টি। বাঘের সংখ্যার তথ্য প্রতি চার বছর ব্যবধানে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত চার বছরে ভারতে বাঘের সংখ্যা বেড়েছে ২০০ টি (৬.৭ শতাংশ)।
 
এর আগে ২০০৬ সালে দেশে মোট বাঘের সংখ্যা ছিল ১,৪১১ টি। ২০১০ সালে তা বের হয় ১,৭০৬ টি। ২০১৪ সালে তা আরো বেড়ে দাঁড়ায় ২,২২৬ টি। 

মোদী বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রেও যান।

কর্ণাটকের এই সংরক্ষণ কেন্দ্রও ঘুরে দেখেন মোদী। এসময় ক্যামেরা হাতে তিনি ওই বাঘ সংরক্ষণাগার ঘুরে দেখেন মোদী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর