২ মে, ২০২৩ ২২:২০

আগামী নির্বাচনে পরিবর্তন আনাটা খুব জরুরি: মমতা

কলকাতা প্রতিনিধি

আগামী নির্বাচনে পরিবর্তন আনাটা খুব জরুরি: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, 'দেশে পরিবর্তন আনাটা খুব জরুরি। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।' 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পর ২ মে সেই সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে মঙ্গলবার ফেসবুকে এক ভিডিও বার্তায় মমতা বলেন, 'গত ১২ বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল অনেক কাজ করেছে। অথচ গত ১০ বছরে দিল্লির (বিজেপি) সরকার কিছুই করতে পারেনি। ওরা কেবলমাত্র ইতিহাস বদলে দিয়েছে, অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে, নোট বাতিল করেছে, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এর নাম করে অত্যাচার করছে সেক্ষেত্রে আমরা কেন এই সরকারকে সমর্থন জানাবো?' 

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলিকে ফের একবার একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন,  'তাই আজকের দিনে আমি সব বিরোধী দলগুলোকে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানাবো। আর আমরা যদি সবাই একত্রিত হই, তবে আমি নিশ্চিত যে এবার বিজেপি ক্ষমতাচ্যুত হবে।'   

মমতার দাবি  'অত্যাচারিত ও ভয়ঙ্কর সরকারের মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মাফিয়া পাওয়ারের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। তা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কোনদিন হারেনি, কোনদিন হারবে না। আমরা মাথা নত করে চলি না, মাথা উঁচু করে চলি। আমরা কেবল জনগণের কাছে মাথা নিচু করি, কারণ গণতন্ত্রে জনগণই সব।' 

এর আগে এ দিন টুইট করে মানুষকে লড়াই করার বার্তা দেন মমতা। টুইটে তিনি লেখেন, '২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ 'মা-মাটি-মানুষ দিবসে' বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।'


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর