১২ মে, ২০২৩ ১২:০৩

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

দীপক দেবনাথ, কলকাতা

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

কল্যাণী কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোটো পুত্রবধূ (কাজী অনিরুদ্ধর স্ত্রী) কল্যাণী কাজী আর নেই। শুক্রবার সকালের দিকে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন কল্যাণী। 
নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে "সংগীত মহাসম্মান" পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

জানা গেছে, রবিবার পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। ওইদিন সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর তাকে পার্ক সার্কাসের গোবরা কবরস্থানে স্বামী কাজী অনিরুদ্ধর পাশে সমাধিস্ত করা হবে কল্যাণী কাজীকে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক শোক বার্তায় বলেছেন 'বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকালে তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে 'সংগীত মহাসম্মান' প্রদান করে। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।' 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর