৬ আগস্ট, ২০২৩ ১৭:২৪

মসলিনের ওপর মমতাকে ফুটিয়ে তুললেন তাঁতশিল্পী

অনলাইন ডেস্ক

মসলিনের ওপর মমতাকে ফুটিয়ে তুললেন তাঁতশিল্পী

মসলিনের ওপর মমতাকে ফুটিয়ে তুললেন তাঁতশিল্পী

তিনি নিজে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সারাদিন তাঁত বুনেই সময় কেটে যায়। তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাছে আদর্শ এক ব্যক্তিত্ব। 

তার মতে মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন জনমুখী প্রকল্প রাজ্যবাসীর সুদিন এনে দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা ও রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোকেই ডিজাইন হিসেবে বেছে নিয়েছেন কাটোয়ার ঘোড়ানাশ গ্রামের তাঁত শিল্পী জগবন্ধু দালাল। 

তার নিখুঁত হাতের কাজে মসলিন কাপড়ের ওপর ফুটে উঠেছে মমতার প্রতিকৃতি। পাশাপাশি মমতার চালু করা রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প।

মুখ্যমন্ত্রীর নিজের অত্যন্ত প্রিয় তাঁতের শাড়ি। তাকে সাদা শাড়িতেই আজীবন দেখে আসছেন দেশবাসী। 

মমতার পরনে সাদা তাঁতের শাড়ি, পায়ে হাওয়াই চটি, চোখে চশমা, নমস্কারের ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন। মমতার এই পুর্ণাবয়ব প্রতিকৃতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন জগবন্ধুবাবু। পাশাপাশি সুতো দিয়েই শাড়ির উপর লেখা হয়েছে তাঁর বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পগুলোর নামও। যেমন ‘লক্ষীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’, ‘সবুজ সাথী’, ‘কন্যাশ্রী’, ‘খাদ্যসাথী’ ইত্যাদি।

জগবন্ধু দালালের কথায়, “আমি রাজনীতি করি না। মুখ্যমন্ত্রীকে আমার ভীষণ ভালো লাগে। তিনি মানুষের জন্য অনেক কিছু করছেন। এখনও করে চলেছেন। তাই তাই প্রতি অনুরাগ থেকেই এই শাড়ি আমি বুনেছি। যদি সুযোগ পাই তাহলে নিজের হাতে তার হাতে এই শাড়ি তুলে দিতে চাই।”    

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর