পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জ জগন্নাথপুর এলাকায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহতের সংখ্যা একাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদেরকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকাল ৯টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি ঘরের ছাদ, দেওয়াল উড়ে গেছে। একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনায় ছড়ায় জগন্নাথপুর এলাকায়। যদিও স্থানীয়দের দাবি- অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দুই-তিন বছর ধরে অবৈধ ভাবে ওই বাজি কারখানা চলছিল। স্থানীয় এক বাসিন্দা জানান, অন্তত ১২ জনের মতো মারা গেছে। সাতজনের লাশ পাওয়া গেছে।স্থানীয় আরেক বাসিন্দা জানান, এখানে বোমা বাধা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। খুব জোরে শব্দ হয়। আমরা রাস্তার পাশে দোকানে বসে ছিলাম। হঠাৎ করে বিস্ফোরণ হয়ে জিনিসপত্র অনেক উঁচুতে উঠে যায়। পরে রাস্তার পাশে দোকান ভেঙে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ