২ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩১

পশ্চিমবঙ্গে টিফিন বক্সে পাচারের চেষ্টাকালে ১৬ স্বর্ণের বার জব্দ

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে টিফিন বক্সে পাচারের চেষ্টাকালে ১৬ স্বর্ণের বার জব্দ

পশ্চিমবঙ্গে টিফিন বক্সে পাচারের চেষ্টাকালে ১৬ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ-এর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৮ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি মাহিন্দ্রার সদস্যরা। শুক্রবার ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফতেহপুর গ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। 

জব্দকৃত স্বর্ণের ওজন ১৯৮৯.১৮০ গ্রাম। এর আনুমানিক মূল্য ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৪০৫ রুপি। 

জানা যায়, স্বর্ণ চোরাচালানের বিষয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ সদস্যরা ওই সীমান্তে নজরদারি বাড়ায়। একসময় সকাল ১১.২০ মিনিটের দিকে কাঁটাতারের বেড়ার ওপারে জমি চাষ করার পরে ভারতীয় সীমান্তের দিকে ফিরে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি অভিযান চালানো। তল্লাশির সময়, সৈন্যরা চোরাকারবারীর খাওয়ার পাত্রে ১৬ টি স্বর্ণের বার খুঁজে পায়। এরপরই অভিযুক্ত ওই পাচারকারীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আস হয়। গ্রেফতারকৃত পাচারকারীর নাম মনোহর বিশ্বাস। ৫২ বছর বয়সী ওই ব্যক্তি  নদীয়া জেলার হাঁসখালী থানার ফতেপুর গ্রামের বাসিন্দা। পরে আটক পাচারকারীকে জব্দকৃত স্বর্ণসহ নদীয়া জেলার মাজদিয়ার শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর