১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৯

নতুন গান নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন ডেস্ক

নতুন গান নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফাইল ছবি

প্রতি বছরের মতো এবারও পূজায় আসছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ও সুর দেওয়া ৮টি গান। এর মধ্যে ৬টি গান রেকর্ড করা হয়ে গেছে। বাকি দু’টি স্পেন সফরের পর রেকর্ড করবেন তিনি।

জানা গেছে, এই ৬টি গানের মধ্যে একটি ‘শুভ জন্মদিন’ নিয়ে বাংলায় লেখা ও সুর দেওয়া প্রথম গান। এই গান মুখ্যমন্ত্রীর স্কটল্যান্ড সফরের সময় সাবেক মুখ্যসচিব মলয় দে’র জন্মদিনে লিখেছিলেন। সুরও দিয়েছিলেন তিনি। হ্যাপি বার্থ ডে-র বদলে এই গান আগামীদিনে ঘরে ঘরে বাজবে বলে আশা তৃণমূলের।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, একদিন চন্দননগর যাওয়ার সময় আচমকাই তার কাছে মমতার ফোন আসে। গাড়ি থামিয়ে সবাইকে নামিয়ে দেন। এরপর গাড়িতে বসেই মমতার সুর দেওয়া ও লেখা সেই গান রেকর্ড করেন। তারপর তা পাঠিয়ে দেন স্টুডিওতে। সেখান থেকে ফাইনাল হয়ে এলে স্কটল্যান্ডে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর কাছে।

সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনপ্রিয় দুটি ধারাবাহিক ‘গুড্ডি’ ও ‘জগদ্ধাত্রী’-তে গান লেখা ও সুর দেওয়ার জন্য এই স্বীকৃতি পান তিনি। যদিও এ পুরস্কার শুরুতে নিতে চাননি মমতা।

গানের পাশাপাশি কবিতা লেখা ও ছবিও আঁকেন মমতা। এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে সেসব সমালোচনায় কান না দিয়ে কাজ করে সামনে এগিয়ে যাচ্ছেন মমতা।

প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে মমতার ব্যানার্জির গানগুলো। মহালয়ার দিনই প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে এসব গান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর