১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:১৬

মোদির জন্মদিনে বিভিন্নজনের শুভেচ্ছা বার্তা

কলকাতা প্রতিনিধি

মোদির জন্মদিনে বিভিন্নজনের শুভেচ্ছা বার্তা

আজ ৭৩ বছরে পা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। জন্মদিন উপলক্ষে সকাল থেকেই মোদির দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করে শুভেচ্ছার বন্যা আসছে বিভিন্ন মহল থেকে। 

ঘড়ির কাঁটা শনিবার দিবাগত রাত ১২টা ছুঁতেই প্রিয় নেতার জন্মদিন সেলিব্রেট করা শুরু করে দেন বিজেপির কর্মী, সমর্থকরা। কোথাও লাড্ডু বিলি, আবার কোথাও আতশবাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। 
 
মোদির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে. পি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কংগ্রেস নেতা কপিল সিব্বাল সহ রাজনৈতিক দলের নেতারা। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা প্রমুখ। 

ভারতের রাষ্ট্রপতি টুইট করে লিখেছেন 'মোদিজি তার দূরদর্শিতা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে, 'অমৃত কাল'-এর সময় প্রতিটি ক্ষেত্রে ভারতের উন্নয়নের পথ প্রশস্ত করুক, এটাই কামনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে দেশবাসীর কল্যাণ অব্যাহত থাকুক।'  

রাহুল গান্ধী লিখেছেন 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা।' 

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ছোট ছোট শিশুরা মোদির সাজে সজ্জিত হয়ে, মোদি মুখোশ, জ্যাকেট পড়ে, কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। 

মোদির জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে দলের কর্মী সমর্থকরা গোটা দেশেই 'সেবা পাখওয়ারা' নামে এক পক্ষকাল ব্যাপী সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। 

দিল্লির মেট্রো যাত্রীদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। এদিন সকালে মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী। সেখানেই সংস্কৃত ভাষায় মোদিকে শুভেচ্ছা জানান এক নারী যাত্রী। 

তবে বিরোধীদলের জোট 'ইন্ডিয়া'র নেতারা মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও, কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী কিংবা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির মাটি নেত্রীরা এখনো পর্যন্ত শুভেচ্ছা জানাননি। 

নিজের জন্মদিনে দেশবাসীকে একাধিক উপহারও দেন মোদি। দিল্লির দারকায় 'যশোভূমি' নামে পরিচিত 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার' (আইআইসিসি) প্রথম পর্বের উদ্বোধন করেছেন। এছাড়াও দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সূচনা করেছেন তিনি। পাশাপাশি এদিনই 'পিএম বিশ্বকর্মা' যোজনা চালু শুরু হয়েছে, এই প্রকল্পে ১৩ হাজার কোটি রুপি ব্যয় করবে সরকার। 

১৯৫০ সালের এই দিনে গুজরাটের মেহসানা জেলার ভাদনগরে জন্মগ্রহণ করেন মোদি। অনেকের অভিমত এইরকম বলিষ্ঠ ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী দেশ আগে কখনো দেখেনি। অনেকের আবার অভিমত এমন দেখানদারী প্রধানমন্ত্রীকেও নাকি আগে কখনো দেখা যায়নি। 

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর টানা ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী তিনি। সেই থেকে গত ৯ বছর ধরে এই পদে রয়েছেন তিনি। ইন্দিরা গান্ধীর পর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ভারতের কেন্দ্রে ক্ষমতায় আসেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনেতাদের মধ্যে মোদি অন্যতম, যার টুইটারের ফলোয়ারের সংখ্যা ৯২ মিলিয়ন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর