বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

শিক্ষকদের ওপর জলকামানের পানি, তরল গ্যাস

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর গতকালও জলকামানের পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় তাদের ওপর তরল কাঁদুনে গ্যাসও ছোড়া হয়। এমপিওভুক্তির দাবিতে ৭ জানুয়ারি থেকে তারা রাজধানীতে আন্দোলন করে আসছেন। আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল তারা সংসদের ন্যাম ভবনের সামনে অনশন করতে গেলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে তাদের সোবহানবাগ পর্যন্ত নিয়ে যায়। পরে তারা সোবহানবাগের প্রিন্স প্লাজার সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে। এ সময় তাদের ওপর তরল কাঁদুনে গ্যাসও ছোড়া হয়। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলীসহ শিক্ষকরা দাবি করেন, পুলিশ তাদের ওপর গরম পানি ছুড়েছে। পুলিশ দাবি করেছেন, গরম পানি নয়, রাস্তায় বাধা সৃষ্টি করায় ঠাণ্ডা পানি ছোড়া হয়েছে। শিক্ষকরা দাবি করেছেন, এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বাইরে অবস্থান নেন। স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ ৪ দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। প্রথম দিন থেকেই শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়ে আসছে পুলিশ। ৯ জানুয়ারি শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ দাঁড়াতে না দিলে অনশন কর্মসূচি শুরু করতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকেও পুলিশ তরল গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। ১১ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষকরা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে কর্মসূচি পালনের উদ্যোগ নিলেও পুলিশ সরিয়ে দেয়। ১২ জানুয়ারি শিক্ষকরা শহীদ মিনারে অনশন কর্মসূচি করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে শহীদ মিনারের বিপরীত দিকে সায়েন্স এনেঙ্ ভবনের সামনের ফুটপাতে অবস্থান নেন। ১৩ জানুয়ারি শিক্ষকরা মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা কমিশন কার্যালয়ের নিচে অবস্থান নিতে চাইলে পুলিশ তরল গ্যাস নিক্ষেপ করে। পরে তারা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দেন। ১৪ জানুয়ারি শহীদ মিনারে অনশন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনশন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর