শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সাংবিধানিক উপায়ে আগামী নির্বাচন

নানক

সাংবিধানিক উপায়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংসদ হচ্ছে সংবিধান এবং গণতন্ত্রের আসল জায়গা। সংসদ ও সংবিধানের বাইরে গিয়ে সরকার কিছু করতে পারে না। তাই বঙ্গবন্ধু এভিনিউ কিংবা পল্টন নয়, নির্বাচন নিয়ে সংলাপ হবে সংসদে। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, সংসদের সব সুবিধা নেবেন কিন্তু সংসদে কথা বলতে আসবেন না, তা হবে না। সব আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে আসন্ন বাজেট অধিবেশনে সংসদে আসুন। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সংসদ সদস্য বেবী মওদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিটিভির মহাপরিচালক ম. হামিদ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, হাসানুজ্জামান তারেকসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের নেতারা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সংকটময় মুহূর্তে দেশের হাল ধরতে সামরিক রক্ত চক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। এ দিবসের গুরুত্ব অনুধাবন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সর্বশেষ খবর