শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ব্রাজিলে পাচার ৮০ বাংলাদেশি উদ্ধার

ভালো বেতনের আশায় ব্রাজিল গিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হওয়া ৮০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। ব্রাজিলের বার্তা সংস্থা এজেন্সি ব্রাজিলের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, দেড় হাজার মার্কিন ডলার বেতনের লোভ দেখিয়ে দালালরা এদের ব্রাজিলে নিয়ে যায়। কিন্তু এ জন্য তাদের গুনতে হয় প্রায় ১০ হাজার ডলার (প্রায় আট লাখ টাকা)। রাজধানী ব্রাসিলিয়ার নিকটবর্তী সামামবাইয়া শহরের আটটি বাড়ি থেকে বুধবার এই ৮০ জনকে উদ্ধার করে পুলিশ। ফেডারেল মার্শাল ডেনিস কেলিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পেরু, বলিভিয়া বা গায়ানা হয়ে তাদের ব্রাজিলে নিয়ে যায় পাচারকারীরা। ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশের পর তারা সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে। পরে পাচারকারীদের সহায়তায় তাদের কাজ জোটে হিমাগার, নির্মাণ প্রতিষ্ঠান ও গাড়ির গ্যারেজে। এই পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে পরোয়ানা জারি করা হয়েছে, যাদের চারজনকে শনাক্ত করা হয়েছে চক্রের মূল হোতা হিসেবে। এই ৮০ জনের ভাগ্যে কী ঘটবে তা ঠিক করবে ব্রাজিলের শরণার্থীবিষয়ক জাতীয় পরিষদ। ব্রাজিলের বিচারমন্ত্রী পল আব্রাম বুধবার ব্রাসিলিয়ায় সাংবাদিকদের বলেন, যারা পাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন, সরকার তাদের সুরক্ষার ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর