শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

গ্রেফতার এড়াতে ভিন্ন নামে কায়সার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ শুনেই এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিযুক্ত সৈয়দ মোহাম্মদ কায়সার। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের নজরদারির মধ্যেই চলছে সাবেক এই কৃষি প্রতিমন্ত্রীর চিকিৎসা। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য দিয়ে বলেছে, গ্রেফতার এড়াতে তিনি ভিন্ন নামে ভর্তি হন হাসপাতালে। তিনি আদৌ অসুস্থ কিনা তা চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হবে পুলিশ। এ জন্যে চিকিৎসকের সঙ্গে আজ কথা বলবেন পুলিশের তদন্তকারী দল। এ্যাপোলো হাসপাতালের ৫ম তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ৪৫ নম্বর বেডে সৈয়দ মোহাম্মদ কায়সারের চিকিৎসা চলছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এরশাদ সরকারের প্রতিমন্ত্রী হবিগঞ্জের কায়সারকে গত বুধবার গ্রেফতারের নির্দেশ দেন আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনাল-২। এরপরই কায়সার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। পুলিশ ও গোয়েন্দারা জানতে পেরেছে, সৈয়দ কায়সার ভিন্ন পরিচয় দিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরিবারের এক সদস্য যিনি হাসপাতালের সঙ্গে জড়িত রয়েছেন, তিনি কায়সারকে ভর্তি করার ব্যবস্থা করেন। বুধবার ভর্তি হওয়ার পর গোটা একদিন তিনি ভালোই ছিলেন। কিন্তু পুলিশ ও গোয়েন্দাদের নজরে যায় গত বৃহস্পতিবার বিকালে। এরপরই হাসপাতাল ঘিরে ফেলে পুলিশ। সূত্র জানায়, তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি পুলিশের কয়েকজন কর্মকর্তা জানলেও তারা চেপে গিয়েছিলেন। কায়সারকে লুকিয়ে থাকতে তারা সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। সূত্র জানায়, গ্রেফতারি পরোয়ানা জারির পর কায়সার গাঢাকা দেন। গোয়েন্দারা তার ছেলেকে অনুসরণ করে কায়সারের সন্ধান পান। উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে তদন্ত কাজ চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে দুর্ধর্ষ রাজাকার বাহিনী গঠন করে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর কুমিল্লায় গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগি্নসংযোগ ও রাহাজানিসহ নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর