শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

বেঙ্গলে 'ফাটা মরগানা'

বেঙ্গলে 'ফাটা মরগানা'
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হলো শিল্পী রোকেয়া সুলতানার 'ফাটা মরগানা' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। গতকাল বিকালে বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাবি্বশ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখিকা মতিয়া বানু সুকু। প্রদর্শনীতে প্রায় ৪০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সব শ্রেণীর দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। ১১ জুন শেষ হবে প্রদর্শনী। 'স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব' নাটকের স্থিরচিত্র, তথ্যচিত্র ও উৎসব নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং প্রদর্শন, দলীয় নৃত্য পরিবেশন, আলোচনা সভা ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো নয় দিনব্যাপী স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্য উৎসব। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। সমাপনী অনুষ্ঠান শেষে একাডেমীর জাতীয় নাট্যশালা মূল হলে মঞ্চস্থ হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর নাটক 'সূর্যসেন' ও ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর নাটক 'শামারগঞ্জের কথা'। পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর নাটক 'জন্ম সংকট', হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের নাটক 'বাঁশি ও বিষের গল্প' ও লালমনিরহাট সরকারি কলেজের নাটক 'বিজয়ের পালা'। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হয় শরীয়তপুর সরকারি কলেজের নাটক 'জাতীস্বর', ঢাকার মিরপুর বাংলা কলেজের নাটক 'যজ্ঞেশ্বরের পালা' ও বগুড়া সরকারি আযিযুল হক কমলজের নাটক 'দ্রোহ'। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় মানিকগঞ্জ সিংগাইর ডিগ্রি কলেজের নাটক 'সামন্ত নথি', সিরাজগঞ্জ সরকারি রাশিদা জোহা মহিলা কলেজের নাটক 'আমাদের মালালা' ও রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর নাটক 'চান্দরী'। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার-২০১২ এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১২ পেয়েছেন মোস্তাক আহমাদ দীন, মাসউদুল হক, করুণ মাল্যবান, পিয়াস মজিদ এবং মোশতাক আহমেদ। গতকাল বিকালে বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বিচারকমণ্ডলীর পক্ষে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধিত করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।

সর্বশেষ খবর