শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রেসিডেন্ট নির্বাচনে নারী প্রার্থী নয়

ইরানে আগামী ১৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে নারীরা প্রার্থী হতে পারবে না বলে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল। বিবিসি এ খবর দিয়েছে। কাউন্সিলের ধর্মগুরু মোহাম্মদ ইয়াজদি বলেন, নারীদের নির্বাচনে অংশগ্রহণ সংবিধানসম্মত নয়। প্রেসিডেন্ট পদের জন্য ইতোমধ্যেই নাম নিবন্ধন করেছেন ৩০ জন নারী। কিন্তু এখন তাদের নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। গার্ডিয়ান কাউন্সিল ইসলামিক গুণাগুণের ভিত্তিতেই নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করে থাকে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে নারীদের অংশগ্রহণের ব্যাপারে অস্পষ্টতা আছে। ফলে গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্ত বিষয়টি নিয়ে বিতর্কের অবসান ঘটাল বলেই মনে করা হচ্ছে। তবে নারীরা ইরানের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এবারের নির্বাচনের জন্য ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাই করার প্রক্রিয়া চলছে। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে পারবেন না। মোট ৬৮৬ জন প্রেসিডেন্ট পদের জন্য নাম নিবন্ধন করেছে। এর মধ্যে বাছাই করা চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার।

সর্বশেষ খবর