রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

সুশোভিত জাতীয় বৃক্ষমেলা

সুশোভিত জাতীয় বৃক্ষমেলা

দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। বর্তমান একবিংশ শতাব্দীতে এটা সম্ভব না হলেও একটু সবুজ-শ্যামল আর ছায়া ঘেরা পরিবেশের ব্যাকুলতা কম-বেশি সবার মনেই আছে। আর সেই সবুজ-শ্যামল ছায়ার তৃষ্ণা মেটাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমারোহে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী 'জাতীয় বৃক্ষমেলা ২০১৩'। 'গাছ লাগিয়ে ভরব এদেশ, তৈরি করব সুখের পরিবেশ' এ স্লোগানকে সামনে নিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মাসব্যাপী এই মেলায় মোট ১১০টি স্টল অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি ১৯টি, এনজিও ৩টি, ব্যক্তি মালিকানাধীন ১২টি ও ৭৬টি বেসরকারি নার্সারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

গতকাল মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নানাবয়সী বৃক্ষপ্রেমীর আনাগোনায় প্রাণবন্ত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। পছন্দের গাছ কিনতে ছুটে আসছেন বৃক্ষ মেলায়। বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক গাছের মধ্যে ফলদ বৃক্ষের চাহিদা সবচেয়ে বেশি। আর ফলজ বৃক্ষের মধ্যে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে নানা জাতের আম আর পেয়ারা গাছের চারা। মেলায় প্রতিটি আমরুপালী চারা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, হাড়িভাঙা ১৫০ টাকায়, থাই কাঁচামিঠা ১৫০ টাকায়, গোপালভোগ ৯০ টাকায়। আর পেয়ারার মধ্যে রয়েছে মাধুরী পেয়ারার চারা ১৫০ টাকা, থাই পেয়ারা ১২০ টাকা, তাছাড়া কাজি পেয়ারা ও সৈয়দা পেয়ারা সংকরায়ণে উৎপাদিক বীজহীন পেয়ারা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

 

 

সর্বশেষ খবর