রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা
কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি

ডিসি নজরুলের জড়িত থাকার প্রমাণ দুদকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলামের কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত পরিচালনা করছেন দুদকের পরিচালক, উইং কমান্ডার তাহিদুল ইসলাম। এ ঘটনায় একজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজনকে দুদক জিজ্ঞাসাবাদ করবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। ডিবির উপ-পরিদর্শক আবুল হাসনাত ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে ধরে নিয়ে ১ কোটি ৫ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেন। পরে ওই ব্যবসায়ী সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে অভিযোগ করলে নজরুলের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ভিডিও ফুটেজে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাতকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের টাকা উত্তোলন করতে দেখা যায়। এ বিষয়ে অনুসন্ধানের জন্য নজরুলের দুই সহযোগী পরিদর্শক আজহার উদ্দিন, এসআই হাসনাতসহ ব্যবসায়ী আবিদুল ইসলাম ও নড়াইলের সংসদ সদস্য কবিরুল হককেও এ সপ্তাহের মধ্যে নোটিস পাঠানো হবে বলে জানা যায়। এরই মধ্যে ভিডিও ফুটেজ ও অডিও ক্লিপ দুদকের তদন্ত কর্মকর্তাদের হাতে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাতে গুলশানের বাসা থেকে ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে কোটি টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে নজরুলকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ডিএমপি হেড কোয়ার্টারসে নেওয়া হয়। পাশাপাশি ডিবির পরিদর্শক আজহার উদ্দিন ও এসআই হাসনাতকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৯ জুন নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সর্বশেষ খবর