রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

৮৭ বছর বয়সে পঞ্চম শ্রেণী

৮৭ বছর বয়সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ...'। সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার প্রতিদিনের ক্লাস। কে জানত গ্রামের ঝোপঝাড় আর বন বাদাড়ে দস্যিপনা করে বেড়ানো ছেলেটি জীবনের শেষলগ্নে এসে হাতে তুলে নেবেন বই, খাতা আর পেনসিল। পা বাড়াবেন ক্লাসের উদ্দেশে। তার নাম অহির উদ্দিন। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ছোট চক চম্পক গ্রামে। ৮৭ বছর বয়সী অহির উদ্দিন গ্রামের মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকসহ গ্রামবাসীরা। ২০০৮ সালে ছোট উপজেলার চক চম্পক দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হন অহির উদ্দীন। নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে বছর শেষে বার্ষিক পরীক্ষায় ২য় স্থান অধিকার করেন তিনি। এভাবে অহির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের নবীজী হযরত মুহাম্মদ (সা.) শিক্ষার জন্য সুদূর চীন দেশে গিয়ে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন। শিক্ষার কোনো বয়স নেই। আমাকে দেখে যদি আরও কেউ শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে ওঠে তবেই আমার শ্রম সার্থক হবে। অহির উদ্দিনের মতো বয়সের একজনকে ক্লাসে পেয়ে খুব আনন্দিত মাদ্রাসার শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তার সহপাঠী ইমন হোসেন বলেন, আমার দাদু অনেক আগে মারা গেছেন কিন্তু যখন আমি ক্লাসে আসি তখন অহির দাদুকে দেখে আমার দাদুর কথা ভুলে যাই। অহির দাদু খুব ভালো। দাদু আমাদের অনেক আদর করে।

সর্বশেষ খবর