রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

জেলে যেতে হবে হাসিনাকে

রফিকুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বেগম খালেদা জিয়া নয়, সরকারের ‘দুর্নীতির’ জন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আগামীতে জেলে যেতে হবে। তত্তাবধায়ক সরকার এলে ২০০৭ সালের মতো আবার দুই নেত্রীকে কারাগারে পাঠাবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত ‘সন্ত্রাস দমন আইন (সংশোধনী-২০১৩) জনঅধিকার সংরক্ষণের সহায়ক নয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা প্রমুখ।  ব্যারিস্টার রফিক বলেন, বিরোধীদলীয় নেতা কেন জেলে যাবেন? তিনি পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেননি, পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে সৎ মানুষ হিসেবে স্বীকৃতি দেননি। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ লুণ্ঠনের জন্য দায়মুক্তি আইন করেননি। হলমার্ক ও ডেসটিনি থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করেননি। এসব বর্তমান প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। এ জন্য যত মামলা হবে, তা আপনার (প্রধানমন্ত্রী) বিরুদ্ধেই হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সব ‘দুর্নীতির’ বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। 

সর্বশেষ খবর