রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

কবি নজরুল কলেজে ছাত্রলীগের ভর্তিবাণিজ্য

পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে ২০১৩-১৪ সেশনে একাদশ শ্রেণীর ভর্তিতে চলছে ভয়াবহ বাণিজ্য। এক্ষেত্রে জোরপূর্বক সাধারণ, বাণিজ্য ও বিজ্ঞান শাখায় ১৫ থেকে ২০ হাজার টাকা করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর হতাশা।
গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, কোনো ধরনের সিরিয়ালের তোয়াক্কা না করে কলেজ শাখা ছাত্রলীগের ওয়াহিদুল ও আল আমিনের নেতৃত্বে প্রায় ১০-১২ জন কর্মী শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি নিয়ে আলোচনা করছেন। এ সময় তারা শিক্ষার্থীদের জানান, ভর্তি হওয়ার জন্য সাধারণ বিভাগের জন্য ১৫ হাজার, বিজ্ঞান বিভাগের জন্য ১৮ হাজার এবং বাণিজ্য বিভাগের জন্য দিতে হবে ২০ হাজার টাকা। অথচ ভর্তি ফরম অনলাইনে পূরণ করা হলেও টাকা জমা দিতে হবে নয়াবাজার শাখা ডাচ্-বাংলা ব্যাংকে। কলেজ কর্তৃপক্ষ সাধারণ শাখার জন্য ২১৬০, বিজ্ঞান ও বাণিজ্য শাখার জন্য ২২৬০ টাকা নির্ধারণ করেছে। আবার শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় ভর্তিতে সব মিলিয়ে ৩৭২ টাকা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু ছাত্রলীগ কর্মীদের মাধ্যমে ব্যাংকে টাকা জমা না দিলে কোনো শিক্ষার্থীর ভর্তির টাকা জমা দিতে দেওয়া হবে না বলে প্রভাব খাটানো হচ্ছে। সবকিছু চলছে কলেজ প্রশাসনের নাকের ডগায়। এমন পরিস্থিতিতে ২৯ ও ৩৪ সিরিয়ালের দুজন মেধা তালিকার শিক্ষার্থী কলেজটিতে ভর্তি হতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, কলেজের নির্ধারিত ফির অতিরিক্ত অনেক টাকা চাওয়ায় আমরা ভর্তি হতে পারলাম না। কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটি সম্পূর্ণ ভুয়া অভিযোগ। আমাদের পেছনে অনেক শত্র“ আছে, যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

সর্বশেষ খবর