রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

কন্যাকে পূর্ণ উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের

মুসলিম পারিবারিক আইন সংশোধন করে কন্যা সন্তানকেও পিতার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারী হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে মুসলিম পুরুষের একসঙ্গে একাধিক স্ত্রী রাখার সুযোগ বন্ধ করার পক্ষেও তিনি মত দেন।
গতকাল রাজধানীর একটি হোটেলে ফৌজদারি কার্যবিধি সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করে। অ্যাটর্নি জেনারেল বলেন, আইয়ুব খানের আমলে প্রণীত মুসলিম পারিবারিক আইন সংশোধন করে দাদার জীবদ্দশায় পিতার মৃত্যু হলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে তাকে জীবিত ধরে সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টনের বিধান করা হয়। এ সংশোধনীর ফলে হাজার হাজার পরিবার ও সন্তান উপকৃত হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কোনো পরিবারে শুধু কন্যা সন্তান থাকলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে হিসেবে গণ্য করার প্রস্তাব করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন কোনো পরিবারে  ছেলে সন্তান না থাকলেও ছেলে সন্তান আছে বলে ধরে নিতে হবে। মাহবুবে আলম আরও বলেন, দ্বিতীয় বিয়ের সুযোগ বন্ধ করতেই হবে। কারণ এটা অনেক নারীর কান্নার কারণ। তিনি বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাতে বাধা দেওয়ার সামর্থ্য দেশের অধিকাংশ নারীর নেই। তাই এটা আইনগতভাবেই করতে হবে।

সর্বশেষ খবর