শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা

ব্রিটেনে তারেক রহমানের রাজনীতি নিয়ে বই প্রকাশ

ব্রিটেনে তারেক রহমানের রাজনীতি নিয়ে বই প্রকাশ

বিএনপি চেয়ারপারসন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের 'রাজনৈতিক ভাবনা' নিয়ে ১৭ জন লেখকের একটি নিবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে ব্রিটেনে। এ সংকলন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক নিজেও উপস্থিত ছিলেন। বইটির প্রকাশনা সংস্থা 'বাংলাদেশ পলিসি ফোরাম' বুধবার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। চিকিৎসার জন্য গিয়ে পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তানসহ লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। তার নামে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। এই সময়ের মধ্যে তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এলেন দ্বিতীয়বারের মতো। এর মাসখানেক আগে যুক্তরাজ্য বিএনপির একটি সভায় অংশ নিয়েছিলেন। 'দ্য পলিটিক্যাল থট অব তারেক রহমান : এমপাওয়ারম্যান্ট অব দ্য গ্রাসরুটস পিপল'-এর প্রকাশনা অনুষ্ঠানের পুরো সময় তারেক উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি। একবার কেবল বইটি হাতে নিয়ে আলোচকদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান। সূত্র বিডিনিউজ। বইটির মোড়ক উন্মোচন করেন পাবলিক পলিসি নিয়ে কাজ করা রেস পাবলিকার ফেলো, অঙ্ফোর্ড ইউনিভার্সিটির লাস কাসাস ইনস্টিটিউট অব এথিকস, হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিসের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। তিনি তারেকের হাতে বইয়ের একটি কপি তুলে দেন। প্রধান আলোচকের বক্তৃতায় ডেভিস বলেন, রাজনৈতিক সরকার যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের জেল-জুলুম বা নির্যাতন চালায় তাহলে তাদের কোনো ধরনের গ্রহণযোগ্যতা থাকা উচিত নয়।

 

 

সর্বশেষ খবর