শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বুয়েট শিক্ষকের সাত বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকির দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফেজুর রহমান রানাকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসামিকে এ দণ্ড দেওয়া হয়। আসামি হাফিজুর রহমান জামিন নিয়ে পলাতক রয়েছেন। তিনি যে দিন গ্রেফতার হবেন বা আত্দসমর্পণ করবেন, সেদিন থেকে এ রায় কার্যকর হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল সাংবাদিকদের বলেন, 'তথ্য প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭(১) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজুর রহমানকে পাঁচ বছর এবং দণ্ডবিধির ৫০৬ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ার দুই বছর মোট সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ১৯ এপ্রিল ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন হাফিজুর রহমান। এর পরদিন বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়। পরে এ ঘটনায় জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সর্বশেষ খবর