শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা

বাংলাদেশ দরিদ্র নয় : মোজেনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বাংলাদেশকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এটি কোনো দরিদ্র দেশ নয়। উর্বর জমি, প্রচুর পানি, তিনটি ঋতু, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও অন্যান্য সম্পদ রয়েছে এখানে। পৃথিবীর সবচেয়ে ভালো, সর্বাধিক কর্মঠ, সৃজনশীল, প্রাণবন্ত, উদার, উদ্যোগী মানুষ নিয়ে বাংলাদেশ একটি ধনী দেশ। রাজধানীর একটি হোটেলে গতকাল ইউএসএআইডির অর্থায়নে দুই লাখ ডলারের তিন বছরব্যাপী কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় এ কর্মসূচির মূল অংশ হলো- গণস্বাস্থ্যের ওপর 'জীবনের গল্প' শীর্ষক একটি পাক্ষিক টিভি অনুষ্ঠান। এটি ভয়েস অব আমেরিকা ও বেসরকারি টেলিভিশন দেশটিভির মাধ্যমে তৈরি ও প্রচার করা হবে। অনুষ্ঠানটি আগামীকাল থেকে দেশ টিভিতে প্রতি মাসের দ্বিতীয় শনিবার রাত ৮টায় সম্প্রচার করা হবে। মোজেনা বলেন, 'বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হলেও ইতোমধ্যে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শীঘ্রই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। ভাবতে হবে, এই দেশকেই একসময় আন্তর্জাতিকভাবে বাঙ্ কাহিনীর সঙ্গে যুক্ত করা হয়, সেই দেশটি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার ও জনগণের এটা বিস্ময়কর সাফল্য।' তিনি বলেন, 'সঠিক পুষ্টির অভাবে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৪১ শতাংশ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আমি এই সংখ্যাটিকে ঘৃণা করি। আমার মনে হয়, সবারই ঘৃণা করা উচিত। কারণ এ সংখ্যা নেমে আসা উচিত শূন্যতে। প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশে কেন বিপুল সংখ্যক শিশু অপুষ্টিতে ভুগবে?' রাষ্ট্রদূত বলেন, 'এর কারণ জ্ঞানের স্বল্পতা। শিশুকে ব্যালান্স ডায়েট কীভাবে দিতে হয়, অনেক অভিভাবক তা জানেন না।

 

 

সর্বশেষ খবর