শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা

আগুনে পুড়ে সন্তানসহ দম্পতির মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে একটি ফ্ল্যাটে সিলিংফ্যান বিস্ফোরণে আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন সিরাজুল ইসলাম (৫৬) ও কানিজ ফাতেমা কলি (৪৫)। এ ছাড়া ছেলে রাশেদুল হাসানও (২৫) এ ঘটনায় মারা গেছেন। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। গতকাল ভোরে খিলগাঁও রিয়াজবাগ এলাকার ১৩৯৮/৩/বি নাম্বার বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই ফ্ল্যাটে প্রচণ্ড শব্দ হয়। এরপর আগুন লেগে রুমের সব অংশে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে পরিবারের তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে কানিজ ফাতেমা কলি ও বেলা ১টায় সিরাজুল ইসলাম মারা যান। এ ছাড়া তাদের সন্তান রাশেদুল হাসানের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। সিরাজের ভাই জালাল আহমেদ জানান, সিরাজ জাইকার পরামর্শক হিসেবে কাজ করছিলেন। ঘটনার সময় সিরাজ ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে রাশেদুল হাসান ওই ঘরে যায়। সেও আগুনে দগ্ধ হয়।

সর্বশেষ খবর