বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

রাজধানীতে জাল টাকার কারখানা আটক ৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে একটি জাল টাকার কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই কারখানা থেকে ২৫ লাখ জাল টাকা ও দেড় কোটি জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। আরেক অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যমানের ৭৫০ কেজি চোরাই ওষুধ শিল্পের কাঁচামালসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ইব্রাহিম হাওলাদার,নার্গিস আক্তার, শারমিন আক্তার, ওসমান গনি, আইয়ুব আলী, জামাল উদ্দিন এবং সুন্দর আলী। ডিবির এডিসি (পশ্চিম) মশিউর রহমান ও এডিসি (উত্তর) মানস কুমার পোদ্দার নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। মশিউর রহমান জানান, পল্টন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ টাকার জাল নোটসহ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে কল্যাণপুরে অভিযান চালিয়ে একটি জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে নার্গিস ও শারমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ লাখ জাল টাকা ও দেড় কোটি জাল নোট তৈরির বিশেষ কাগজ, কালি, কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এই চক্রটি দীঘদিন ধরে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রটি মূলত ঈদকে সামনে রেখে ব্যবসায় নামে। গত বছর ঈদুল আজহার সময় গোয়েন্দা পুলিশ জাল টাকার ৬টি কারখানা আবিষ্কার ও এর মূলহোতা ধরা পড়ে। এরপর এই চক্রের সদস্যরা দীর্ঘদিন গাঢাকা দেয়। আসন্ন ঈদকে সামনে রেখে চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে।

সর্বশেষ খবর