শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৫ সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে, চেয়ারম্যানের অনুপস্থিতিতে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন পুনর্নির্ধারণ করেন। ২১ আগস্টের আদেশ অনুযায়ী অভিযোগ গঠনের বিষয়ে গতকাল আদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু মীর কাসেমের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক দেশের বাইরে। তিনি এ মামলায় শুনানি করতে চান। আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে দখলদার বাহিনীর সহযোগী হিসেবে পত্রিকায় বিবৃতি দিয়ে স্বাধীনতাবিরোধীদের উৎসাহিত করেন। তিনি পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় সৈনিক হিসেবে যুবকদের প্রস্তুতি গ্রহণের এবং মুক্তিযোদ্ধাদের 'দুষ্কৃতকারী' আখ্যায়িত করে তাদের খতম করার আহ্বান জানান। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মীর কাসেম আলী ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী ওই অঞ্চলে হত্যাযজ্ঞ চালিয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে গত বছরের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়।

 

 

সর্বশেষ খবর