শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

সিরিয়ায় হামলা এখনই নয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

এই তো হামলা চালানো হলো বলে- যুক্তরাষ্ট্রের সব প্রস্তুতি এমন খবরই জানান দিচ্ছিল গত কয়েক দিন। ঠিক সেই মুহূর্তে উল্টো সুর তুললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দামেস্কে রাসায়নিক হামলা সিরিয়ার সরকারি বাহিনীই চালিয়েছে এটি নিশ্চিত করেই বললেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দেশটির বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় এমন কথাও জানিয়েছেন তিনি। এদিকে যে কোনো ধরনের মার্কিন হামলা প্রতিহত করতে সিরিয়ার পক্ষে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া। খবর বিবিসি, এএফপি, আল জাজিরা।

এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার মার্কিনিদের ওপরও প্রভাব ফেলে। পাশাপাশি এটি যুদ্ধ শুরুর একটি ইতিবাচক বার্তা দেয়। তিনি বলেন, সিরিয়ার সরকারই যে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে, এ ব্যাপারে তিনি নিশ্চিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। এদিকে যে কোনো ধরনের মার্কিন হামলা প্রতিহত করতে সিরিয়ার পক্ষে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া। কয়েক দিনের মধ্যেই ভূমধ্যসাগরে একটি ডুবোজাহাজবিধ্বংসী জাহাজ ও একটি মিসাইল ক্রুজার পাঠাবে দেশটি। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাঙ্ গতকাল বলেছে, সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে তারা এ পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে হামলার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্ভাব্য যুদ্ধের বিরুদ্ধে দেশের ভেতরকার ও বাইরের চাপে এ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে। কয়েক দিন ধরে সিরিয়ায় সামরিক হামলা চালানোর বিষয়ে লেবার পার্টিসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্যরা বিরোধিতা করে আসছেন। তবে সাইপ্রাসের ঘাঁটিতে ছয়টি টাইফুন জঙ্গিবিমান পাঠিয়েছে ব্রিটেন। এগুলো হামলায় সরাসরি অংশ নেবে না উল্লেখ করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চরম উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ স্বার্থ রক্ষা ও তাদের সার্বভৌম ঘাঁটি এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এটি সতর্কতামূলক পদক্ষেপ। এদিকে সিরীয় সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল। হামলার আশঙ্কা জোরদার হওয়ার সময় এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইসরায়েল। অধিকৃত ফিলিস্তিনের উত্তরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রেখেছে তেল আবিব। সিরিয়ায় হামলা চালানোর নানা আশঙ্কার মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যে কোনো সংঘাতে তার দেশ জয়ী হবে। লেবাননের একটি পত্রিকায় প্রকাশিত মন্তব্যে গতকাল তিনি এসব কথা বলেন। আল-আখবার সংবাদপত্রে আসাদ তার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'সংকটের সূচনা থেকে আপনারা জানেন, আমরা সত্যিকার শত্রুর আত্দপ্রকাশের অপেক্ষা করেছি।' এতে আরও বলা হয়, 'এটি একটি ঐতিহাসিক সংঘাত, যেখানে আমরাই জয়ী হব।'

সর্বশেষ খবর