শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

ঘুষের অর্থ ফেরত আনাকে নাটক বলা আদালত অবমাননা

অ্যাটর্নি জেনারেল

আরাফাত রহমান কোকোর নামে বিদেশে লেনদেন হওয়া ঘুষের অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়াকে 'সাজানো নাটক' হিসেবে আখ্যায়িত করা 'অন্যায় ও আদালত অবমাননার' শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বা পারিবারিক পরিচয় বড় নয়। তার পক্ষে সাফাই গাওয়া সম্পূর্ণ অন্যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। গতকাল নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতির মাধ্যমে কোকোর অর্জিত অর্থ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত এসেছে। এই ফেরত আনার প্রক্রিয়াকে নাটক বলা শুধু অন্যায় নয়, আদালত অবমাননারও শামিল। তবে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাইলে মামলা করতে পারে। মাহবুবে আলম বলেন, পাচার হওয়া ওই অর্থ ফেরত আনার ব্যাপারে দুদক ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেছে। এ বিষয়ে ধন্যবাদ বা উৎসাহ না দিয়ে ঘটনাটিকে 'নাটক' বলে অপপ্রচার চালানো অনভিপ্রেত ও রাজনৈতিক শিষ্টাচারবহিভর্ূত। মঙ্গলবার এক প্রশিক্ষণ কর্মশালায় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে একটি প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই সময় সিঙ্গাপুর থেকে তৃতীয়বারের মতো কোকোর ঘুষের অর্থের আরও ৯ লাখ ৫৬ হাজার ৩৮৭ দশমিক ৪ ডলারের একটি চেক তিনি দুদক চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতেই সরকার কোকোর 'পাচার করা অর্থ' ফেরত আনার নামে নাটক সাজিয়েছে।

সর্বশেষ খবর