শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

ধামরাইয়ে ছাত্রদল পুলিশ সংঘর্ষ ভাঙচুর আহত ৩০

গতকাল দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানিকগঞ্জ যাওয়ার প্রাক্কালে ধামরাইয়ের ছাত্রদল নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে মানবপ্রাচীর করে তাকে অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের করেন। এ সময় ধামরাই থানা পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এতে নেতা-কর্মীরা ধামরাই থানার ডিউটিরত প্রাইভেট কারসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। প্রাইভেট কারে থাকা পুলিশের এস আই সেকেন্দার, কনস্টেবল আলীম ও শুভ আহত হন। এ সময় পলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে সোমভাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি হুমায়ুন কবিরসহ ২৭ নেতা-কর্মী আহত হন। পুলিশ ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, যুগ্ম সম্পাদক ফয়সাল, সুয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েব, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, জাহাঙ্গীর হোসেন, সাগর, সাইদুর, স্বপন, মাসুদ করিম, কাইয়ুম, মমিনসহ ১২ জনকে আটক করে। জানা গেছে, গতকাল দুপুরে মানিকগঞ্জ সদরে বিএনপির এক সমাবেশে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক ও ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের পক্ষের ধামরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইবাদুল হক জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক এস এম জামান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ ফারুকসহ সহস্রাধিক নেতা-কর্মী ধামরাইয়ের ঢুলিভিটায় মানবপ্রাচীর করে বিএনপি মহাসচিবকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এর পর নেতা-কর্মীরা মিছিল নিয়ে মহাসড়ক হয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ গেটে এক সমাবেশ করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা ফের মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক ও ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানানোর পর ছাত্রদল নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে পুলিশ তাতে ধাওয়া করে। এতে প্রায় ২৫-৩০ জন নেতা-কর্মী আহত হন। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ ১২ জন নেতা-কর্মী আটকের কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত আরও নেতা-কর্মীদের আটকের জন্য ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

 

 

সর্বশেষ খবর