শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

সাত বছর পর চালু ঢাকা-ইয়াঙ্গুন বিমান

সাত বছর বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে ঢাকা-ইয়াঙ্গুন বিমান চলাচল। গতকাল বাংলাদেশ ও মিয়ানমারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এবং মিয়ানমারের ডিপার্টমেন্ট অব সিভিল এভিয়েশনের ডেপুটি ডিরেক্টর উইন সু তান গতকাল ঢাকায় এ চুক্তিতে সই করেন। চুক্তির ফলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সপ্তাহে ৭টি করে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। দুই দেশের যে কোনো বিমান পরিবহন সংস্থা এই ফ্লাইট চলাচলের সুযোগ পাবে। এ সময় বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর বিমান পরিবহনমন্ত্রী ফারুক খান বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশ তিনভাবে লাভবান হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও ইয়াঙ্গুন ফ্লাইট চালানোর বিষয়ে চেষ্টা করছে বেবিচক। এটা হলে বাংলাদেশের পণ্য খুব সহজে মিয়ানমারে যাবে। ব্যবসায়িক দিক দিয়েও এটা আমাদের জন্য লাভজনক হবে। বেবিচক চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, এ রুটটি চালু হলে আমাদের দেশীয় বিমান সংস্থাগুলো বিভিন্নভাবে লাভজনক হবে। ব্যাংকক বা কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ইয়াঙ্গুনকে তারা একটি ট্রানজিট হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে। এ ছাড়া অচিরেই মিয়ানমার থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। মিয়ানমারের প্রতিনিধি দলের প্রধান উইন সু তান বলেন, আমাদের দেশে এখন প্রায় আটটি বিমান পরিবহন সংস্থার মধ্যে তিনটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাচ্ছে। তাদেরও রুট এঙ্পানশনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৭৭ সালে এই রুটে প্রথম যাত্রী পরিবহন শুরু করে। এরপর ২০০৬ সালে রুটটি বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর