শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

তৈরি হলো কৃত্রিম মস্তিষ্ক

কৃত্রিম মস্তিষ্ক স্টেম সেল ব্যবহার করে অস্ট্রিয়ার গবেষকরা পরীক্ষাগারে ক্ষুদ্রাকার কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন বলে দাবি করেছেন। এ সাফল্য গবেষকদের স্নায়বিক রোগ সংক্রান্ত গবেষণার কাজে আরও এক ধাপ এগিয়ে দেবে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। ভিয়েনার ইনস্টিটিউট অব মলিকিউলার বায়োটেকনোলজির গবেষকেরা স্টেম সেল ব্যবহার করে মানুষের কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন। 'নেচার' সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণা বিষয়ক নিবন্ধ।

গবেষকেরা জানান, তারা পূর্ণ মস্তিষ্ক তৈরি করতে পারেননি। তবে মাত্র তিন থেকে চার মিলিমিটার আকারের একটি টিস্যু তৈরি করতে সক্ষম হয়েছেন যা নয় সপ্তাহ বয়সী কোনো ফিটাস বা ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যায়। গবেষকদের দাবি, পরীক্ষাগারে তৈরি এ কৃত্রিম মস্তিষ্কের অংশগুলো ঠিকমতো সাজানো হলেও একযোগে সব কিছু ঘটেনি। তিনি এ ঘটনাটিকে বর্ণনা করেছেন এভাবে, 'একটি গাড়ির ইঞ্জিন, চাকা সবই ঠিকঠাক আছে কিন্তু গাড়িটি ইঞ্জিনটির অবস্থান হয়েছে গাড়ির ছাদের ওপর। ফলে গাড়ি চালানো সম্ভব নয়। কিন্তু এ থেকে গাড়ি কীভাবে চালানো যাবে তা বিশ্লেষণ করা সম্ভব।' গবেষকেরা এর আগে স্টেম সেল ব্যবহার করে কিডনি, হৃদকোষের মতো অঙ্গ তৈরিতে সাফল্য পেয়েছিলেন। তবে কৃত্রিম মস্তিষ্ক তৈরির বিষয়টি সবচেয়ে জটিল।

সর্বশেষ খবর