শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

অষ্টম ওয়েজবোর্ড ঘোষণার আগে আরও আলোচনা চায় নোয়াব

সংবাদপত্র শিল্পের জন্য গঠিত অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে নিউজপ্রিন্টের ওপর কাস্টম ডিউটি কমিয়ে ০% করা, সরকারি বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি করা, সরকারি বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি করা এবং সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত পরিশোধ করার জোর দাবি জানানো হয়েছে। গতকাল নোয়াবের এক বিবৃতিতে এ আহ্বান ও দাবি জানানো হয়। নোয়াবের ১৪ জন সদস্য স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অষ্টম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নোয়াবের পক্ষে ওয়েজবোর্ডের সদস্যদের সম্মতি না নিয়ে শুরুতেই ৫০% মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এর পর আবারও তথ্যমন্ত্রীর কাছে অষ্টম ওয়েজবোর্ডের চেয়ারম্যান অষ্টম ওয়েজবোর্ড বেতন কাঠামো জমা দিয়েছেন এবং পরবর্তীতে কেবিনেট মিটিংয়ে নীতিগতভাবে তা গৃহীতও হয়েছে, যা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু ওয়েজবোর্ডের চেয়ারম্যান তথ্যমন্ত্রীর কাছে এসে কী উপস্থাপন করলেন, তার কিছুই আমরা জানি না। ওয়েজবোর্ডের পক্ষে কোনো প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করার আগে তা সদস্যদের জানানো, একবার চূড়ান্ত আলোচনা করা নিয়মের মধ্যে পড়ে এবং তা সদস্যদের অধিকারও বটে। এভাবে ওয়েজবোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে এককভাবে রোয়েদাদ ঘোষণা একটা নজিরবিহীন ঘটনা। বিবৃতিতে বলা হয়, এভাবে অষ্টম ওয়েজবোর্ডের সদস্যদের সম্পূর্ণভাবে এড়িয়ে বা না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চূড়ান্ত প্রস্তাবগুলো আমাদের জানানো হচ্ছে না। এতে ওয়েজবোর্ডের কোনো কার্যকারিতা থাকে না। এটা গ্রহণযোগ্য পদ্ধতিও নয়। সামগ্রিকভাবে সরকারের এই মনোভাব সংবাদপত্র শিল্পের বিকাশের জন্য শুভ হবে না। তাই সংবাদপত্র শিল্পের বিষয়ে যে কোনো বিশেষ করে ওয়েজবোর্ড রোয়েদাদ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নোয়াবের সদস্যদের সঙ্গে আলোচনা করার জন্য বিবৃতিতে অনুরোধ করা হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন_ মাহবুবুল আলম, আনোয়ার হোসেন মঞ্জু, এ এম এম বাহাউদ্দিন, মাহফুজ আনাম, এ কে আজাদ, মতিউর রহমান চৌধুরী, মোজাম্মেল হক, রিয়াজ উদ্দিন আহমেদ, মতিউর রহমান, এ এস এম শহিদ উল্লাহ খান, এম এ মালেক, মোয়াজ্জেম হোসেন, তসলিম উদ্দিন চৌধুরী, আলতামাস কবীর।

সর্বশেষ খবর