শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

২৫ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ঢাকা সিটি করপোরেশন এলাকার জাতীয় পরিচয়পত্র বিতরণ। ২০১২ সালে যারা হালনাগাদ ভোটার তালিকাভুক্ত হয়েছেন তাদের পরিচয়পত্র বাড়ি বাড়ি পোঁছে দেওয়া হবে। গতকাল কমিশন বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ তথ্য জানান। প্রাথমিকভাবে ঢাকা মহানগর থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ঢাকা জেলা ও আশপাশের ভোটারের পরিচয়পত্র প্রিন্ট হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এ কাজ চলবে বলেন তিনি। এবার ৭০ লাখের বেশি ভোটার হালনাগাদে তালিকাভুক্ত হয়েছেন। এখন এসব ভোটারের জাতীয় পরিচয়পত্র প্রিন্ট চলছে। পর্যায়ক্রমে যেসব জেলার পরিচয়পত্র ছাপানো হবে তাদের স্থানীয়ভাবে বিতরণ শুরু করবে। ভোটার হওয়ার সময় যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন সেসব তথ্য সংগ্রহকারীই এবার বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র পৌঁছে দেবেন।

 

 

সর্বশেষ খবর