শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

রাজশাহীতে গ্যাস অফিসে ছাত্রদলের হামলা

মেয়রের নাম বলার পরও নিয়ম ভেঙে সংযোগ না দেওয়ায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রদলের একদল নেতা-কর্মী। গতকাল দুপুরে এ ঘটনায় মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্জয়কে আটক করেছে পুলিশ। বিডিনিউজ। রাজশাহী সিটি করপোরেশনের নতুন মেয়রের নাম বলার পরও নিয়ম ভেঙে গ্যাস সংযোগ দিতে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা। এ সময় অফিসের ইনচার্জ তোফায়েল আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের পরদিন এ ঘটনা ঘটল। এ ছাড়া মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বুধবার গভীর রাতে সিটি করপোরেশনের জায়গায় নির্মিত নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার বিকালেই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন বুলবুল। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি রাজশাহীর ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, 'দুপুর ২টার দিকে আমার অফিসে এসে নিজেকে মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক ও খান গ্যাস সংযোগ ডিলারের প্রতিনিধি পরিচয় দেন আশরাফুল আমিন সঞ্জয়। তার সঙ্গে আরও ৫/৬ জন ছিল। 'সঞ্জয় মেয়রের নাম বলে গ্যাস সংযোগ দিতে অনুমতির জন্য ২০ জনের নামের তালিকা দেন। এ সময় নিয়মের বাইরে গ্যাস সংযোগ দেওয়া যাবে না জানালে সঞ্জয়সহ তার সহযোগীরা আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা অফিসের টেবিল-চেয়ার ভাঙচুর করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।' তোফায়েল জানান, গত ৭ জুন নগরীতে গ্যাস সংযোগ কাজের উদ্বোধনের পর এ পর্যন্ত প্রায় ১৩ হাজার গ্যাস সংযোগের আবেদন এসেছে। 'আগে আবেদন করলে আগে পাবেন' এই নিয়মে এ পর্যন্ত প্রায় এক হাজার গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এদিকে সংযোগের অনুমতি দেওয়ার জন্য সঞ্জয় যাদের নাম দিয়েছেন তালিকায় তাদের নাম ১০ হাজারের পরে রয়েছে বলে জানান তিনি।

নগরীর শাহ মুখদুম থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্জয়কে আটক করেছে।

এ বিষয়ে অভিযোগ দেওয়া হলে সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর